হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে ৯০ পিস ইয়াবাসহ সামসুল হক উজ্জল নামে কতিথ সাংবাদিক কে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।সে উপজেলার রিয়াজনগর গ্রামের ফজলুল হকের ছেলে।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই হামিদুর রহমান গোপন সুত্রে খবর পেয়ে শুক্রবার রাতে শাহজাহানপুর রাস্তা থেকে ৯০ পিস ইয়াবা সহ তাকে আটক করা হয়। এ সময় সে দৈনিক মানবকন্ঠসহ কয়েকটি পত্রিকার পরিচয়পত্র প্রদর্শন করে সাংবাদিক পরিচয় দেয়।মাধবপুর থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। এর আগেও সে ধর্মঘর সীমান্তরক্ষী বাহিনীর হাতে মদসহ আটক হয়ে কারাবাসে ছিল।