দোয়ারা প্রতিনিধি:
দোয়ারাবাজারে বিশেষ অভিযান চালিয়ে ২ আসামিকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
দোয়ারাবাজার থানার এসআই রাকিবুল হাসান ও এসআই সোহেল মাহমুদের নেতৃত্বে শুক্রবার বিকালে উপজেলার পেকপাড়া গ্রামের অলিউল্ল্যার পুত্র ইব্রাহিম (৩৭)কে চৌধুরীপাড়া বাজার থেকে আটক করা হয়।
সে দোয়ারাবাজার থানার বিশেষক্ষমতা আইনের মামলার এজাহারনামীয় পলাতক আসামী।
অপর অভিযানে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের জিরারগাও গ্রামের আমিন উল্ল্যার পুত্র নুরুল ইসলাম(৫০)কে আটক করেছে পুলিশ। সে দোয়ারাবাজার থানার নিয়মিত মামলার পলাতক আসামী।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাশেম আসামি ইব্রাহিম ও নুরুল ইসলামকে আটকের কথা স্বীকার করে বলেন, শুক্রবার বিকালে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়েছে। তাদেরকে শনিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।