নিজস্ব প্রতিবেদকঃ
নিজস্ব প্রতিবেদক : নগরীর মহাজনপট্টিতে অভিযান চালিয়ে ১৭ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার (২১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৯টায় মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।আটককৃত সোহাগ মিয়া (৩২) মুন্সিগঞ্জের মৃত শফিকুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা স্বাক্ষরিত ও গণমাধ্যম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাতে মহাজনপট্টি থেকে ১৭ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে