Voice of SYLHET | logo

৮ই মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ | ২১শে জানুয়ারি, ২০২২ ইং

গোয়াইনঘাটে ভারতীয় সিগারেটসহ আটক ২

প্রকাশিত : August 21, 2019, 19:55

গোয়াইনঘাটে ভারতীয় সিগারেটসহ আটক ২

গোয়াইনঘাট প্রতিনিধিঃ

সিলেট-তামাবিল মহাসড়কের বাঘের সড়ক এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
বুধবার বিকেলে উপজেলার আলীরগাঁও ইউনিয়নের সিলেট-তামাবিল মহাসড়ক এলাকার একটি যাত্রীবাহী বাস থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার আলমদি গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে সুজন মোল্লা (২৪) ও সদর থানার গহর পাড়া গ্রামের মুসলেম উদ্দিনের ছেলে রাজিব হোসেন (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই যীশু দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে সিলেট-তামাবিল মহাসড়কের বাঘের সড়ক নামক স্থানে একটি যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে ভারতীয় ৮ হাজার সিগারেটসহ দুইজনকে আটক করেন।

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ বলেন, সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন (পিপিএম) মহোদয়ের নির্দেশনায় গোয়াইনঘাট উপজেলাকে মাদকমুক্ত করতে থানা পুলিশের ধারাবাহিক অভিযানে অব্যাহত রয়েছে। আগামী দিনেও এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 357 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।