শেখ রিদওয়ান হোসাইন
গত সোমবার অ্যান্টিগায় ৭ম পুরস্কার বিতরণীর আয়োজন করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বোর্ড। সেখানে ২০১৮-১৯ মৌসুমের উইন্ডিজদের সেরা ক্রিকেটারদের পুরষ্কার তুলে দেওয়া হয়। এ বছর বর্ষসেরা পুরস্কার জিতেছেন হোল্ডার। এ বছরে সাকিবকে টপকে টেস্টে অলরাউন্ডারের শীর্ষ স্থানে উঠেছিলেন জেসন হোল্ডার। যা উইন্ডিজ ক্রিকেটে ৪৫ বছর পর ঘঠেছে।
এইদিকে পুরুষদের মধ্যে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছে শেই হোপ। ১৫ ইনিংসে ৬৩.০৮ গড়ে ৭৫৭ করেছিলেন হোপ। যার মধ্যে রয়েছে তিনটি সেঞ্চুরি ও তিনটি অর্ধশতক। যার কারণে এ পুরস্কার জিতেছেন হোপ।
এছাড়াও পেস বোলার ওশান থমাস জিতেছেন বর্ষসেরা উদীয়মান খেতাব।
কিমো পল হয়েছেন পুরুষদের মধ্যে সেরা টি-২০ ক্রিকেটার
উইন্ডিজদের বর্ষসেরা যারাঃ
ওয়েস্ট ইন্ডিজের বর্ষসেরা ক্রিকেটার জেসন হোল্ডার।
বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন শাই হোপ।
টি-টুয়েন্টিতে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অলরাউন্ডার কিমো পল।
বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ২২ বছর বয়সী ওশানে থমাস।
বর্ষসেরা ক্যারিবিয়ান টি-টুয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন আন্দ্রে রাসেল।
ডিন্দ্র ডোটিন বর্ষসেরা মহিলা টি-টুয়েন্টি ও ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছে।
এবং জোয়েল উইলসন উইন্ডিজের বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হয়েছেন।