Voice of SYLHET | logo

৭ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ | ২১শে মে, ২০২২ ইং

ঢাকা-সিলেট মহাসড়কে ব্যাবহার করা হচ্ছে ‘স্পিড গান’

প্রকাশিত : August 20, 2019, 12:41

ঢাকা-সিলেট মহাসড়কে  ব্যাবহার করা হচ্ছে ‘স্পিড গান’

 নিজস্ব প্রতিবেদকঃ
যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা রোধ করতে সিলেট-ঢাকা মহাসড়কে ব্যবহার করা হচ্ছে ‘স্পিড গান’। এর মাধ্যমে অতিরিক্ত গতির যানবাহনগুলোকে সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।

সোমবার (২০ আগস্ট) থেকে এ স্পিড গান ব্যবহারের কার্যক্রম শুরু করা হয়।

জানা যায়, সিলেট-ঢাকা মহাসড়কের ৫২ কিলোমিটার এলাকায় এরকম দুটি যন্ত্র নিয়ে কাজ শুরু করেছে নরসিংদী জেলা পুলিশ। একই সাথে ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকরা যাতে গাড়ি চালাতে না পারে সে ব্যাপারেও নজরদারি শুরু হয়েছে।

স্পিড গান হচ্ছে একটি যানবাহনের গতি পরিমাপক যন্ত্র। মহাসড়কে কোন যানবাহন কতো গতিতে চলছে, তা স্পিড গান যন্ত্র দিয়ে জানতে পারে পুলিশ।

নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার জানান, মহাসড়কে দুর্ঘটনা নিয়ন্ত্রণে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, ড্রাইভিং লাইসেন্স চেক, ফিটনেস চেকসহ নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণে পরিমাপকযন্ত্র বা স্পিড গানের ব্যবহারও শুরু হয়েছে। সড়ক দুর্ঘটনা রোধে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 450 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।