সিলেট প্রতিনিধি:সিলেট নগরীর ক্বীন ব্রিজের উপর দুই নারীর ব্যাগ ছিনতাই করার সময় এক কিশোরকে হাতেনাতে আটক করেছে উপস্থিত জনতা । ছিনতাইকারী কিশোরের নাম আব্দুল হক।
প্রত্যক্ষদোষী সূত্রে জানা যায়, সে সব সময় নগরীর ক্বীন ব্রিজের উপর থেকে মহিলাদের ব্যাগ সামগ্রি টেনে নিয়ে পালিয়ে যায়।
তারা আরও জানায়, ছেলেটির সাথে অনেক গ্যাংগ জড়িত। এবং উপস্থিত লোকজনের সহায়তায় ছিনতাইকারীদের হাত থেকে বেঁচে যায় ঐ দুই নারী।
পুলিশ ঘটনাস্থলে এলে উপস্থিত লোকজন আব্দুল হককে সিলেটের সুরমা পয়েন্ট থেকে পুলিশের কাছে হস্তান্তর করে।