Voice of SYLHET | logo

৩রা ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ | ১৮ই আগস্ট, ২০২২ ইং

যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের জামিন মঞ্জুর

প্রকাশিত : August 19, 2019, 15:45

যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে সিলেট মহানগর হাকিম আদালতের বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ২ জুলাই সিলেট সদর উপজেলার খাদিমপাড়ায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আফছর আহমদ ও জাহাঙ্গীর আলমের অনুসারী নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পুলিশের ওপরও হামলা হয়। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে সিলেট মহানগরের শাহপরান থানা-পুলিশ বাদী হয়ে জাহাঙ্গীর আলমকে প্রধান আসামি করে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা করে।

পুলিশের দায়ের করা মামলায় জাহাঙ্গীর আলমসহ কয়েকজন নেতা উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন।

জামিনের মেয়াদ শেষ হলে জাহাঙ্গীর সিলেটের মুখ্য হাকিম আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন। আদালত আবেদন নামঞ্জুর করে ১৪ আগস্ট বুধবার তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 430 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।