হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে ভায়রার হেলাল রেলীর দায়ের কোপে সুজিত রেলী (৫৫) নামে এক চা-শ্রমিক খুন হয়েছেন।
সোমবার (১৯ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার নোয়াপাড়া চা-বাগানের বস্তিতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াপাড়া বস্তির বাসিন্দা সুজিত রেলী ও হেলাল রেলী সম্পর্কে একে অপরের ভায়রা। তাদের স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরে ঝগড়া-বিবাদ চলছিল। এর জের ধরে সোমবার সকালে সুজিত ও হেলালের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চা-গাছের কুঁড়ি উত্তোলনে ব্যবহৃত দা দিয়ে সুজিতের মাথায় আঘাত করেন হেলাল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনা পর পরই ঘাতক হেলাল পালিয়ে যান।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত গ্রেফতারে চেষ্টা চলছে।