গোয়াইনঘাটপ্রতিনিধি::গোয়াইনঘাটে পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত একজনসহ গ্রেফতারী পরোয়ানাভূক্ত আরও তিন আসামিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার লাফনাউট গ্রামের খলিলুর রহমানের ছেলে ও চুরির মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি জামাল উদ্দিন। গ্রেফতারিপরোয়ানাভূক্ত অপর তিনজন নলজুড়ী গ্রামের মনির মিয়ার ছেলে মামুনুর রশিদ মামুন, তারুখাল গ্রামের কাদিরের ছেলে মুরাদ এবং গুরুকচি গ্রামের তাহের আলীর ছেলে আসাব উদ্দিন।শনিবার রাতে থানার এসআই মুহিবুর রহমান, এসআই আতিকুজ্জামান জুনেল, এএসআই রাজীব রায় ও এএসআই সালাহ উদ্দিন পৃথক অভিযান চালিয়ে উপজেলার বারহাল, গুররকচি, নলজুড়ী ও তারুখাল গ্রাম থেকে তাদেরকে আটক করেন।
থানার ওসি আব্দুল আহাদ সাজাপ্রাপ্তসহ ৪ জন আসামিকে আটকের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।