রাজধানী মিরপুরের ৭ নম্বর সেক্টরের ঝিলপাড় বস্তিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত বস্তিবাসী ও আশপাশের মানুষকে নিরাপদ স্থানে ছুটতে দেখা যায়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।