শেখ রিদওয়ান হোসাইন
পুরো নাম মার্কোস পিটার স্টোইনিস। জন্ম,ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পার্থে,১৬ আগষ্ট ১৯৮৯ সালে।
নির্ধারিত ওভারের ম্যাচে অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলছেন। তাছাড়াও, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও মেলবোর্ন স্টারসের সাথে কন্ট্রাক্টে আছেন(ডোমেস্টিকালি)। এর আগে তিনি পার্থ সকার্স ও ভিক্টোরিয়া দলের হয়েও খেলেছিলেন। তিনি একজন অলরাউন্ডার।
অস্ট্রেলিয়ার হয়ে ওডিআই ডেব্যু ২১ সেপ্টেম্বর ২০১৫ তে ইংল্যান্ডের বিপক্ষে। ওডিআই ক্রিকেটে অভিষেক ম্যাচে খুব একটা সুবিধা করতে না পারলেও নিজের দ্বিতীয় ম্যাচে করেছেন রেকর্ড। ৩০ জানুয়ারি ২০১৭ তে নিউজিল্যান্ডের বিপক্ষে পান ৩ উইকেট আর সাথে অপরাজিত ১৪৬ রান। তিনিই প্রথম কোনো অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান যে ওডিআইতে ৭ নাম্বার এ নেমে এই রান করেন। যদিও ম্যাচটি জিতাতে পারেননি সেদিন তবে ম্যান অব দ্য ম্যাচ ঘোষিত হয়েছিলেন।
স্টোইনিস অস্ট্রেলিয়ার ন্যাশনাল কন্ট্রাক্টে আসেন ২০১৮-১৯ সেশনে।
তাছাড়াও,২০১৯ এ ‘এ্যালান বোর্ডার মেডেল’ অনুষ্ঠানে ‘ম্যানস প্লেয়ার