গোয়াইনঘাট প্রতিনিধিঃ গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ ও জাতির জন্য নিজের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছেন। যে মানুষটি নিজের কথা না ভেবে সারা জীবন শুধু দেশের তথা বাঙালিদের কথাই ভেবে গেছেন। এই মানুষটার কীর্তির জন্য আজীবন তাকে স্মরণ রাখতে হবে।তিনি বলেন- বঙ্গবন্ধু এ দেশকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন। তার ওই স্বপ্নকে বাস্তবে পরিনত করে বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। বৃহস্পতিবার বিকেলে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল’র সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদের পরিচালনায় শোকসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, সিনিয়র সহকারি পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল হক, ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সামসুল আলম প্রমুখ।এর আগে মন্ত্রী ইমরান আহমদ বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আসলম, ইসমাইল আলী মাস্টার, সুভাষ চন্দ্র পাল ছানা, কামরুল হাসান, ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, আমিনুর রহমান চৌধুরী, যুবলীগ নেতা সাহাব উদ্দিন, নজরুল ইসলাম, সুভাষ দাশ, আফাজ উদ্দিন, কামাল হোসাইন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, ছাত্রলীগ নেতা মারুফুল হাসান, গোলাম রাব্বানী সুমন প্রমুখ ।