নিজস্ব প্রতিবেদকঃ
সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আ ন ম শফিকুল হকের জানাযার নামাজের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
পরিবর্তিত নতুন সময়সূচি অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের মৌলভীগাও গ্রামের ঈদগাহ মাঠে প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। পরে বিকেল সাড়ে তিনটায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে শেষ শ্রদ্ধা জানোনা হবে। এবং বাদ আছর হযরত শাহজালাল (র:) এর মাজারে শেষ জানাযা অনুষ্ঠিত হবে। পরে দরগাহ কবর স্থানে তাকে দাফন করা হবে।