Voice of SYLHET | logo

৪ঠা আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৯শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

২৭ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী নজরুলের গণসংযোগ ও পথসভা

প্রকাশিত : June 08, 2023, 21:57

২৭ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী নজরুলের গণসংযোগ ও পথসভা

নিউজ ডেস্ক: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, সাবেক দু’বারের কাউন্সিলর আব্দুল জলিল নজরুলের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(৮জুন ) সন্ধ্যায় ২৭ নং ওয়ার্ডের হবিনন্দী, আলমপুর ও বিসিক শিল্পনগরী এলাকায় টিফিন ক্যারিয়ার প্রতীক নিয়ে গনসংযোগের পাশাপাশি বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থিত শিল্পকারখানার মালিক-শ্রমিকদের নিয়ে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

পথসভায় আব্দুল জলিল নজরুল  বলেন, ২৭ নং ওয়ার্ডবাসী যদি আগামী ২১ জুনের নির্বাচনে আমাকে কাউন্সিলর পদে নির্বাচিত করেন তাহলে ২৭ নং ওয়ার্ডকে আমি মাস্টার প্লানের আওতায় নিয়ে এসে একটি নান্দনিক ওয়ার্ডে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। ওয়ার্ডের সর্বস্থরের মানুষের চাওয়া-পাওয়ার প্রতিফলন ঘটাতেই আমাকে নির্বাচন করতে হচ্ছে। নির্বাচনে বিজয়ের মাধ্যমে ওয়ার্ডবাসীকে সাথে নিয়ে সঠিক পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম শুরু করব। এলাকাবাসী পরিবর্তনের স্বপ্ন দেখে। আমি তাদের স্বপ্নের সেই সারথি হতে চাই। পরিবর্তন শুধু প্রতিবাদ ও রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না; আমাদের দুটি কাজ করতে হবে। এক. জনসচেতনতা বাড়াতে কাজ করতে হবে; দুই. সংগঠিত হয়ে সেসব প্রার্থীর পক্ষে ভোট দিতে হবে, যারা সংস্কারের জন্য কাজ করবে।আমি মনে করি, এই মার্কা আমার না, এটা দল মত নির্বিশেষে সকল জনগণের মার্কা। আমি বিশ্বাস করি, মানুষের যে ভালবাসা আমার প্রতি দেখছি ২১ জুন আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আমি বিপুল ভোটে জয়লাভ করতে পারবো।

উক্ত গনসংযোগ ও পথসভায় অত্র ওয়ার্ডের মুরুব্বীয়ান, ছাত্র ও যুব সমাজের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 30 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।