Voice of SYLHET | logo

৪ঠা আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৯শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

টিফিন ক্যারিয়ার প্রতীক পেলেন আব্দুল জলিল নজরুল

প্রকাশিত : June 02, 2023, 16:00

টিফিন ক্যারিয়ার প্রতীক পেলেন আব্দুল জলিল নজরুল

ওয়ার্ডের সর্বস্থরের মানুষের চাওয়া-পাওয়ার প্রতিফলন ঘটাতেই আমাকে আবারো নির্বাচন করতে হচ্ছে – আব্দুল জলিল নজরুল

নিউজ ডেস্ক: সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন। শুক্রবার (২ জুন) সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। নির্বাচনে ৭ মেয়রপ্রার্থীর পাশাপাশি সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

২৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, সংগঠক, সমাজকর্মী ও বিশিষ্ট ব্যাবসায়ী, আব্দুল জলিল নজরুল সিলেট সিটি নির্বাচনে ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। তিনি ‘টিফিন ক্যারিয়ার’ প্রতীক পেয়েছেন। এ সময় প্রতীক পেয়ে ওয়ার্ডের ভোটারদের নিয়ে আনন্দ উল্লাসের মাধ্যমে নির্বাচন কমিশন কার্যালয় থেকে বের হয়ে আসেন।

টিফিন ক্যারিয়ার প্রতীক পাওয়ার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল জলিল নজরুল বলেন, ২৭ নং ওয়ার্ডকে একটি সুন্দর ও পরিচ্ছন্ন মডেল ওয়ার্ড গঠনের লক্ষ্যে এবং ওয়ার্ডের সর্বস্থরের মানুষের চাওয়া-পাওয়ার প্রতিফলন ঘটাতেই আমাকে আবারো নির্বাচন করতে হচ্ছে। আমি নির্বাচনে আবারো প্রার্থী হয়েছি। ২৭ নং ওয়ার্ডের সকল মানুষের সেবা করাই আমার মূল উদ্দেশ্য। ওয়ার্ডের সম্মানিত নাগরিকবৃন্দের পরামর্শ, সাহায্যে-সহযোগিতায় এবং ওয়ার্ডকে আধুনিক ও নাগরিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলাই আমার প্রধান কাজ। ২৭ ওয়ার্ডকে আমি মাস্টার প্লানের আওতায় নিয়ে এসে একটি নান্দনিক ওয়ার্ডে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। 

২৭নং ওয়ার্ডের মানুষ আমার প্রিয় স্বজন ও আপনজন। আমি আশাবাদী ওয়ার্ডের উন্নয়ন-অগ্রগতি ও সমৃদ্ধির স্বার্থে আগামী  ২১ জুন ২৭ নং ওয়ার্ডের নাগরিকবৃন্দ আমাকে টিফিন প্রতীকে ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ করে দেবেন। আমি সকল মানুষের দোয়া ও আশীর্বাদ প্রত্যাশী।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 28 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।