নিউজ ডেস্কঃ ইসলামী সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনের পরিচিতি মূখ, জনপ্রিয় ইসলামী গান ও গণসঙ্গীত শিল্পী মিছবাহ উদ্দিন আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি শনিবার দিবাগত রাত সোয়া ২টায় নগরীর একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকালে করেন। তিনি দীর্ঘদিন থেকে জঠিল রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ হয়েছিল। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান।
রোববার সকাল ১১টায় নগরীর শাহী ঈদগাহ ময়দানে জানাযা শেষে নগরীর হযরত মানিক পীর (র.) কবরস্তানে তাঁকে দাফন করা হয়। জানাযার নামাজে সিলেটের রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
মিছবাহ নববই দশকে আল হেরা শিল্পী গোষ্ঠীর একজন সংগঠক হিসেবে সাংস্কৃতিক অঙ্গনে পদার্পণ করেন। তিনি দেশে বিদেশে দরাজ কন্ঠে সঙ্গীত গেয়ে সবাইকে বিমোহিত করতেন। তিনি ছিলেন আমৃত্যু ইসলামী আন্দোলনের একজন নিষ্ঠাবান কর্মী। গানের মাধ্যমে ইসলামের কালজয়ী আদর্শের জয়গান করতেন। একজন স্বাধীনচেতা, দৃঢ়চেতা ও অদম্য মনোবলের মানুষ ছিলেন মিছবাহ উদ্দিন