স্টাফ রিপোর্টারঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজীতে বিপরীত দিক থেকে আসা সমাজসেবা অধিদপ্তরের একটি গাড়ির ধাক্কায় সিএনজিতে থাকা ৪ যাত্রী আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (৩ এপ্রিল) সন্ধ্যায় লামাকাজীর কাজী বাড়ী রোডে সড়ক দুর্ঘটনায় তারা আহত হন। তারা সবাই লামাকাজী মাহতাব পুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদশী সূত্রে জানা গেছে, লামাকাজী কাজী বাড়ী এলাকায় বিপরীত দিক থেকে আসা সুনামগঞ্জ জেলার সমাজসেবা অধিদপ্তরের গাড়ির ধাক্কায় সিএনজিতে থাকা ৪ জন আহত হন।
এসময় স্থানীয়রা হাবিব নামে একজনকে আশক্কাজনক অবস্থায় উদ্ধার করে নিয়ে যান। জানা গেছে, হাবীব বর্তমানে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন।