দিরাই প্রতিনিধি:মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১০টায় উপজেলা গণমিলনায়তন হলে শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিরাই উপজেলা প্রশাসনের আয়োজনে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মাঝে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তাপস রায়, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার, দিরাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্যসাচী দাস চয়ন, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, পূর্ব দিরাই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম চৌধুরী, কর্নগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতি রানী রায়, শিক্ষিকা নমিতা রায় প্রমুখ।