নিউজ ডেস্ক: আজ বুধবার পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া বাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরুল হক নুরের উপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নুরে সাথে থাকা পটুয়াখালীর শহিদুল ইসলাম ফাহিম স্টারবার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন নুরকে পুলিশি সহয়তায় হাসপাতালে নেওয়া হচ্ছে এবং সে সেন্সলেস অবস্থায় আছেন।
আরো জানা যায়, আজ গলাচিপা উপজেলার তার বন্ধু মোহাম্মদ উল্লাহ মধুর বাড়িতে দাওয়াতে যাচ্ছিল ভিপি নুর। যাওয়ার পথে উলানিয়া বাজারে কিছু ছাত্রলীগ কর্মীরা তাকে সহ তার বন্ধু বান্ধবকে দাঁড়াতে বলে। দাঁড়ানোর সাথে সাথে তাকে সহ তার বন্ধুদের লাঠি ও রড দিয়ে মারধর শুরু করে।
হামালায় আহত হয়েছেন ভিপি নুর, মধু, ফাহিম সহ প্রায় ১০ জন। হামলার সময় ১০ টি মোটর সাইকেলও ভাঙ্গচুর করেছে।
হামলার নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগ নেতা মাইনুল হাসান রনো ও ছাত্রলীগের সাবেক আহবায়ক ফরিদ আহসান কচিন।