নিউজ ডেস্ক: ইতালির রোমে টাকা ছাড়া বিয়ার না দেয়ায় এক বাংলাদেশির মিনি মার্কেটে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনায়। একজনকে যুবককে গ্রেফতার করা হয়েছে।হামোয় জারিত থাকার অভিযোগে ওই যুবককে (৩৪) সোমবার (১২ আগস্ট) গ্রেফতার করা হয়।
জানা গেছে, সোমবার কোলাতিনা নামক স্থানে স্থানীয় ওই নাগরিক বাংলাদেশি রফিকুল আলমের কাছে একটি বিয়ার চায়। কিন্তু টাকা (ইউরো) না দেয়ায় বিয়ার দিতে অস্বীকার করলে রফিকুলের ওপর ক্ষেপে যায়। পরে মিনি মার্কেটের গ্লাস ভাঙচুর ও ডাকাতি করে।
পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে চারিদিকে বেরিগেড দিয়ে ওই যুবককে গ্রেফতার করে। ভাঙচুর করার সময় যুবক নিজে আহত হলে পুলিশ তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেন। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।