কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় ছকাপনবাজার সংলগ্ন স্থানে সড়ক দুর্ঘটনায় রসিদ মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
থানা সুত্রে জানা যায়, উপজেলার ছকাপনবাজারের নিকটে একটি দ্রুতগামী মোটর সাইকেল নং(সিলেট- ল-১১-৪৬২১) নিয়ন্ত্রন হারিয়ে এক পথচারী কাড়েরা নিবাসী রসিদ মিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক চালক মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ মোটর সাইকেল জব্দ করে থানায় নিয়ে আসে। মোটরসাইকেল চালককে গ্রেফতারের অভিযান চলছে বলে জানান ওসি।