নিউজ ডেস্কঃ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনে অর্থ জোগান দেওয়ার অভিযোগে ঢাকায় শাবিপ্রবি’র সাবেক পাঁচ শিক্ষার্থীকে আটকের পর সিলেটে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।আজ মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকাল ৫টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল তাদের সিলেটে নিয়ে আসে।বিষয়টি সন্ধ্যায় গণমাধ্যমে নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার নিশারুল আরিফ।
তিনি বলেন, ওই ৫ জন এখন জালালাবাদ থানায় আছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শাবি উপাচার্যের পদত্যাগের দাবিতে চলা শিক্ষার্থীদের আন্দোলনে অর্থ জোগান দিচ্ছেন তারা – এমন অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
নিশারুল আরিফ আরও বলেন, মঙ্গলবার বিকেল ৫টার দিকে ওই পাঁচজনকে হস্তান্তর করা হয়েছে। ওই পাঁচজনের বাড়ি সিলেটে না। আটককৃতরা হলেন- হাবিবুর রহমান স্বপন, রেজা নূর মঈন দীপ, নাজমুস সাকিব দ্বীপ, এ কে এম মারুফ হোসেন ও ফয়সাল আহমেদ।