কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকেরুল ইসলাম।
সোমবার (১২ আগষ্ট) বিকাল ৬ টার দিকে উপজেলার মাধবপুর লেক এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা ঘটনা ঘটেছে। চুরিসহ হামলা করা জাকির হোসেন পান্না উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সজিব অনুসারী। সর্বশেষ গঠিত মৌলভীবাজার জেলা কমিটিতে সহ সভাপতি পদ পাওয়া পান্না কয়েক ঘন্টার মধ্যে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এ অভিযোগে পদ হারান।
আহত জাকেরুল জানান, ঈদ উপলক্ষ্যে কুলাুড়া থেকে অাসা বন্ধুদের নিয়ে মাধবপুর লেক বেড়াতে গিয়েছিলাম। সেখানে উপজেলার চিহ্নিত ছাত্রদল নেতা জাকির ১০-১৫ জন যুবক নিয়ে হুট করে অামার উপর হামলা করে।
আহত জাকেরুল বর্তমানে কমলগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অাছেন। ছুরিকাঘাতে অাহত হওয়ার পর স্থানীয়রা তাকে হাসপাতাল নিয়ে গেলে কপালে চারটি সেলাই করেছেন চিকিৎসকরা।