মো.সাইফুর রহমান:ছাত্রী হলের প্রভোস্টের দুর্নীতি ও কয়েক দফা দাবি আদায়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রেখেছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
রোববার (১৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে তারা উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন। এ সময় উপাচার্যের নির্দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর লাঠি চার্জ সহ টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়। এ সময় পুরো ক্যাম্পাসে এক অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করে। পুলিশের প্রতিরোধ হামলায় অনেক সাধারণ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে বলে জানা যায়। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, ঘটনা অন্যদিকে মোড় দিতে ভিসির নির্দেশে ছাত্রলীগের সহায়তায় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গ্যাস বোমা নিক্ষেপ করা হয়।
পরবর্তীতে পুলিশি সহয়তায় উপাচার্যকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করা হয়। পুলিশি হামলার ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন-“পুলিশ দিয়ে ছাত্রের উপর নির্মম হামলার নির্দেশ দিয়ে ইতিহাসের এক কলংকজনক সিদ্ধান্ত নিলেন ভিসি ফরিদ উদ্দিন। এখন পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল নিক্ষেপ করছে। ধিক্কার জানানোর ভাষাও আর অবশিষ্ট নাই।”বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানানো হয় উক্ত ঘটনার তদন্তের মাধ্যমে ঘটনার পেছনের দায়ীদের খু্ঁজে বের করা হবে।
উল্লেখ্য যে শাবিপ্রবির ছাত্রী হলের বিভিন্ন দুর্নীতি ও দাবিদাওয়া নিয়ে শিক্ষার্থীরা অনেক দিন ধরেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে আসছিলো, যার রেশ ধরে শিক্ষার্থীরা দাবী আদায়ে আন্দোলনে নামতে বাধ্য হয়।