নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীকে শুভেচ্ছা ও ঈদমোবারক জানিয়েছে সিলেট অনলাইন প্রেসক্লাব।
এক শুভেচ্ছাবার্তায় সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ বলেন, ঈদুল আযহা ত্যাগের মহিমায় ভাস্বর একটি দিন। হযরত ইব্রাহিম (আ.) এই দিনে আত্মত্যাগের অনুপম নিদর্শন দেখিয়ে ছিলেন। পশু কোরবানী সেই আদর্শেরই প্রতীকী অনুসঙ্গ।আসুন আমার পশুর সাথে মনের পশুকেও কোরবানী করি। তাহলে সমাজ থেকে কলহ, হিংসা-বিদ্বেষ দূর হবে। আর তখন আমারা ভ্রাতৃত্বের সুদৃঢ় বন্ধন রচনা করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। গড়ে তোলতে পারবো একটি সুখি সুন্দর মানবিক বাংলাদেশ।
আমাদের প্রিয় সহকর্মীবৃন্দ এবং শুভানুধ্যায়ী সকলকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা এবং ঈদমোবারক