নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগরী ও জেলা বিভিন্ন উপজেলায় এক হাজার ৪৭৪ স্থানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৫৭১টি ঈদগাহ ও ৯০৩টি মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও সিলেট নগর এলাকা ৯৫ ঈদগাহে ও ২৬৪ মসজিদে এবং জেলার বিভিন্ন উপজেলায় ৪৭৬ ঈদগাহে ও ৬৩৯ মসজিদ ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
জেলা ও মহানগর পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
নগরে ঈদের প্রধান জামাত নগরের শাহী ঈদগাহে ময়দানে অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। শাহী ঈদগাহ এলাকায় থাকবে চার স্তরের নিরাপত্তা বলয়। এছাড়া নগরীর বিভিন্ন ঈদগাহ ও উপজেলাগুলোতে থাকবে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা।
#এম