Voice of SYLHET | logo

১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ২৬শে মার্চ, ২০২৩ ইং

হেইডেনকে ইসলামের প্রতি আকৃষ্ট করছেন পাকিস্তানি তারকা ক্রিকেটার

প্রকাশিত : November 12, 2021, 21:17

হেইডেনকে ইসলামের প্রতি আকৃষ্ট করছেন পাকিস্তানি তারকা ক্রিকেটার

স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান দলের সঙ্গে এ মুহূর্তে বিশ্বকাপ মিশনে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন দলটির ব্যাটিং পরামর্শক হেইডেন।

বাবর-রিজওয়ান-ফখরদের সংস্পর্শে এসে ইসলামে ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছেন হেইডেন। বাবর আজমদের জামাতে নামাজ আদায় এ অসি কিংবদন্তিকে অভিভূত করেছে।

ইসলামকে জানায় কৌতূহলী করে তুলেছে। আর তাকে এ ব্যাপারে সহায়তা করছেন পাকিস্তান বর্তমান দলের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।
হেইডেনকে ইসলামের দাওয়াত দিয়েছেন তিনি। তাকে ইসলামের ধর্মগ্রন্থ পবিত্র কুরআনের একটি ইংরেজি সংস্করণ উপহারও দিয়েছেন রিজওয়ান।
আর হেইডেনও অল্প অল্প করে কুরআন পড়ছেন। ইসলাম বিষয়ে জ্ঞান নিচ্ছেন।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘নিউজ ক্রপ অস্ট্রেলিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে গোটা বিষয়টি তুলে ধরেছেন হেইডেন।
হেইডেন বলেন, ‘আমি খ্রিস্টান হলেও হঠাৎ করে ইসলামের প্রতি অনুরাগী হয়েছি। ইসলাম সর্ম্পকে জানতে আগ্রহী আমি। রিজি (রিজওয়ান) আমাকে কুরআনের একটি ইংরেজি সংস্করণ উপহার দিয়েছেন।রিজি আমার প্রিয় ব্যক্তিদের একজন, একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার।’
রিজওয়ানের সঙ্গে ইসলাম ধর্ম নিয়ে আলাপে নিজের মুগ্ধতার কথা জানিয়ে তিনি বলেন, ‘রিজওয়ান ও আমি ফ্লোরের ওপর বসে আধঘণ্টার মতো আলোচনা করি। কুরআন নিয়ে কথা বলি এবং প্রতিদিন একটু একটু করে কুরআন পড়ছি। আমি প্রতিদিন একটু একটু করে এটি (কুরআন) পড়ছি। ’
ইসলামের নিয়ম রীতি মানার কারণেই পাকিস্তানের ক্রিকেটাররা ঐক্যবদ্ধ হয়েছে এবং মাঠে এর সাফল্য পাচ্ছে বলে মনে করেন হেইডেন।
বলেন, ‘তাদের (পাকিস্তান দল) তাদের একটি বিষয় চমৎকার- সেটা হচ্ছে সালাত আদায়। তারা বাইরে যে যেটাই করুক নামাজের সময় সবাই একত্রিত হয়। এটা দিনের পাঁচটি সময়ে করে তারা।
পাকিস্তান দলের প্রশংসা করে পেসার শাহিন শাহ আফ্রিদি ও ব্যাটার ফখর জামানের কথা উল্লেখ করেন হেইডেন।
বলেন, ‘যে কোনো দলের ব্যাটিং লাইনআপ একাই ধসিয়ে দেওয়ার ক্ষমতা রাখে শাহিন আফ্রিদি। ফখর জামানের সামর্থ্য নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সে নেভিতে ছিল, কীভাবে যুদ্ধ করে ফিরে আসতে হয় তা তার ভালোই জানা। সে একজন ভালো ফিল্ডার। ম্যাচে ১০-১২ রান সেভ করে সে। ’
তথ্যসূত্র: ক্রিক ট্র্যাকার

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 421 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।