নিজস্ব প্রতিবেদকঃ
শুক্রবার রাত ৯টার দিকে চালিবন্দরস্থ হাবিবুর রহমানের রড সিমেন্টের গোডাউনের বিপরীতে ইব্রাহিমের চায়ের দোকানের পূর্বপাশে একটি টিনের ঘরের ভেতর জুয়া খেলারত অবস্থায় ৭ জুয়াড়ীকে আটক করেছে র্যাব ৯।
আটককৃতদের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর এএসপি ওবাইন।
আটককৃতরা হলো- সিলেট নগরীর শেখঘাটের মৃত নুরুল ইসলামের ছেলে রাজু মিয়া (২৪), কুশিঘাটের মৃত জোনাব আলীর ছেলে হাশিম (৬০), জকিগঞ্জ থানার কসকনকপুর গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে মো. আবদুল্লাহ (৩৪), বিশ^নাথের শ্রীপুরের আকয়দ আলীর ছেলে শামছুল ইসলাম (২৬), জৈন্তাপুর থানার বিছানাটেক গ্রামের হারুনুর রশীদের ছেলে শাহজাহান (২০), কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার পুরাকান্দা গ্রামের আবু তাহেরের ছেলে ইকবাল (২৮) ও একই থানার নৌহাট গ্রামের কামাল মিয়ার ছেলে আবদুল (৩২)।