জকিগঞ্জ প্রতিনিধিঃ
জকিগঞ্জ থানা এলাকায় মাদক ব্যবসায় জড়িতদের আত্মসমর্পণে শুক্রবার পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিলেন জকিগঞ্জ থানার নবাগত ওসি আব্দুন নাসের।
আল্টিমেটাম শেষে রাতেই অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। রাত সাড়ে ৯টার দিকে বিরশ্রী ইউনিয়নের বিপক গ্রামের ফয়জুল ইসলামের বাড়ির পুকুর পাড় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে জকিগঞ্জ থানার বড়পাথর গ্রামের আইন উদ্দিনের ছেলে মো. দেলোয়ার হোসেন (৩০) ও একই গ্রামের হুসন আহমদের ছেলে জবরুল ইসলাম জাবু (২৫)।
তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি আব্দুন নাসের।