জকিগঞ্জ প্রতিনিধিঃ
জকিগঞ্জ থানা এলাকায় মাদক ব্যবসায় জড়িতদের আত্মসমর্পণে শুক্রবার পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিলেন জকিগঞ্জ থানার নবাগত ওসি আব্দুন নাসের।
ওসির আহবানে সাড়া দিয়ে মঙ্গলবার ফুল নিয়ে থানায় আসেন দুই মাদক কারবারি। থানায় এসে তারা নিজের অপরাধ স্বীকার করে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় ওসি তাদেরকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
আত্মসমর্পন করা দুই মাদক ব্যবসায়ী হচ্ছে, উপজেলার খাসেরা গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে মো. আবুল কালাম (৫৬) এবং তার ভাই আবু চান মিয়া (৪৫)।
এরমধ্যে মো. আবুল কালাম (৫৬) জকিগঞ্জ ও গোলাপগঞ্জ থানার ৮টি মামলার এজাহারনামীয় আসামী। আর আবু চান মিয়া (৪৫) জকিগঞ্জ থানার ৯টি মামলার আসামী।