গোয়াইনঘাট প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ৬ আসামিকে আটক করা হয়েছে।
ধৃত আসামিরা হলেন উপজেলার জাফলং এলাকার আবু মিয়ার ছেলে রফিকুল ইসলাম, ছোটখেল গ্রামের মৃত ছাত্তার মিয়ার ছেলে আলা উদ্দিন, মোহাম্মদপুর গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে কয়েছ, লাবু গ্রামের হাসান আলীর ছেলে আমিন, আমিনের ছেলে সুমন ও ইউসুব আলী।
পুলিশ সুত্রে জানাযায় বৃহস্পতিবার গোয়াইনঘাট থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ৬ আসামি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।