মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিলি আক্তার নামে
এক জন নিহত হয়েছে। নিহত লিলি একাদশ শ্রেনির ছাত্রী।
প্রথমে আহত অবস্থায় ওই ছাত্রীকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার (৯ আগস্ট) বেলা দেড়টার দিকে মুন্সীবাজার ইউনিয়নের রুপষপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সে রুপষপুর গ্রামের মনির মিয়ার মেয়ে। নিহত লিলি আক্তার শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।
গ্রামবাসী সূত্রে জানা যায়, দুপুরে গোসল সেরে ছাত্রীটি ভেজা কাপড় রোদে শুকাতে দিতে বাড়ির দোতলায় উঠে। তখন অসাবধানতাবশত বসত ঘরের উপর দিয়ে চলে যাওয়া বিদ্যুৎ লাইনে ভেজা কাপড় লেগে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর ভাবে আহত হয়। এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে বেলা আড়াইটায় সে মারা যায়।
শমশেরনগর এ এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ বিদ্যালয় থেকে লিলি এবার এসএসসি পাশ করে সুজা মেমোরিয়াল কলেজে ভর্তি হয়েছিল।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মোবারক হোসেন সরকার বলেন ঘটনাটি তিনি জানেন না তবে খুঁজ নিয়ে দেখছেন বলে তিনি জানান।