Voice of SYLHET | logo

৪ঠা আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৯শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কমলগঞ্জে কলেজ ছাত্রীর মৃত্যু

প্রকাশিত : August 09, 2019, 15:22

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কমলগঞ্জে কলেজ ছাত্রীর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিলি আক্তার নামে
এক জন নিহত হয়েছে। নিহত লিলি একাদশ শ্রেনির ছাত্রী।
প্রথমে আহত অবস্থায় ওই ছাত্রীকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার (৯ আগস্ট) বেলা দেড়টার দিকে মুন্সীবাজার ইউনিয়নের রুপষপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সে রুপষপুর গ্রামের মনির মিয়ার মেয়ে। নিহত লিলি আক্তার শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।

গ্রামবাসী সূত্রে জানা যায়, দুপুরে গোসল সেরে ছাত্রীটি ভেজা কাপড় রোদে শুকাতে দিতে বাড়ির দোতলায় উঠে। তখন অসাবধানতাবশত বসত ঘরের উপর দিয়ে চলে যাওয়া বিদ্যুৎ লাইনে ভেজা কাপড় লেগে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর ভাবে আহত হয়। এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে বেলা আড়াইটায় সে মারা যায়।

শমশেরনগর এ এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ বিদ্যালয় থেকে লিলি এবার এসএসসি পাশ করে সুজা মেমোরিয়াল কলেজে ভর্তি হয়েছিল।

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মোবারক হোসেন সরকার বলেন ঘটনাটি তিনি জানেন না তবে খুঁজ নিয়ে দেখছেন বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 994 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।