সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সরকারি খাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় উপজেলার কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া বাজারের প্রবেশদ্বার পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের পয়েন্ট এলাকা থেকে সরকারি খালের ওপর অবৈধভাবে নির্মিত দু’টি দোকানঘর,একই ইউনিয়নের যুগলনগর এলাকায় দু’টি এবং বালিকান্দি সরকারি গোপাটে (গ্রামীণ রাস্তা) দু’টি দোকানঘরসহ মোট ৬টি টিনশেডের স্থাপনা উচ্ছেদ করা হয়।এছাড়া অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে কলকলিয়া বাজারের ব্যবসায়ী আব্দুল মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত বলেছেন, এ ধরনের অভিযান অভিযান অব্যাহত থাকবে।