Voice of SYLHET | logo

৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

হবিগঞ্জে চুরির মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

প্রকাশিত : August 08, 2019, 10:22

হবিগঞ্জে চুরির মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকার চুনারুঘাট রোডস্থ চাঁদ মটরসের চুরির ঘটনায় চুনারুঘাট সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক মুজিবুর রহমান (৩৬)কে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ হবিগঞ্জ।

সে উপজেলার জিকুয়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে। পেশায় তিনি পিকআপ চালক। সকালে নতুন ব্রিজ এলাকা থেকে মুজিবুরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত হবিগঞ্জ সিআইডি’র ইন্সপেক্টর (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক জানান, ২০১৮ সালের ৬ নভেম্বর উপজেলার উবাহাটা গ্রামের সিরাজুল হকের ছেলে জসিম উদ্দিনের মালিকানাধীন চুনারুঘাট রোডস্থ চাদ মটরসে চুরি হয়। এতে দোকান ঘরের সাটারের তালা কৌশলে ভাঙ্গিয়া দোকানের ব্যাটারি, যাবতীয় মুল্যবান গাড়ির পাটর্সসহ ৬ লাখ ৫৮ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় চোরেরা।

এ ঘটনায় পরদিন দোকান মালিক বাদী হয়ে চুনারুঘাট থানায় ১জনের নাম উল্লেখ করে ২/৩ জনকে অজ্ঞাত আসামী করে মামলা করেন। মামলাটি তৎকালীন সময়ে তদন্ত করে চার্জশীট দাখিল করেন চুনারুঘাট থানায় এসআই হেলাল উদ্দিন।

আদালত বাদীর আবেদন আমলে নিয়ে অধিকতর তদন্তের জন্য মামলাটি হবিগঞ্জ সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করার আদেশ দেন। সিআইডি পুলিশ মামলাটি তদন্ত করে এ চুরির সাথে মুজিবুর রহমানের জড়িত থাকার প্রমাণ পায়।

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 1006 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।