দোয়ারা প্রতিনিধি:সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজারের ইসলামপুর একতা যুব সংঘের উদ্দোগে সড়কের সংস্কার কার্য সম্পাদন করা হয়।সংঘের সভাপতি মোঃ আনফর আলীর নেতৃত্বে গত সোমবার থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত ইসলামপুর মাদ্রাসার মোড় থেকে শুরু করে প্রায় ৩ কিলোমিটার সড়কের সংস্করণ করে উক্ত সংঘ।সড়কের বেহাল অবস্থার কারনে পথচারীদের পথচলা ছিল আত্ন,ঘাতিক। প্রতিনিয়ত স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থীরা পরতো বিপাকে। উক্ত সমস্যা নিরোধনে সংঘটি নিজ অর্থায়নে সড়ক উন্নয়ন কাজ করে যাচ্ছে।এছাড়াও সংস্থাটি গরিব ছাএ,ছাএীদের পড়াশুনার ব্যাবস্থা, বন্যার্তদের এাণ বিতরণ, অসহায়দের সহায়তা করে যাচ্ছেন প্রতিনিয়ত। সামাজিক ভিবিন্ন অন্যায়ের প্রতিরোধ করেন সংঘটি। বিশেষ করে বাল্যবিবাহের প্রতিকারে তারা সদা তৎপর।