গোলাপগঞ্জ প্রতিনিধিঃ গোলাপগঞ্জ ঘোগারকুল নিবাসী পৌরসভার ০৬ নং ওর্য়াডের সাবেক কাউন্সিলর বিশিষ্ট ব্যবসায়ী আলা উদ্দিন(৭০) আজ মধ্যরাতে ইবনেসিনা হাসপাতালে ইন্তেকাল হইয়াছেন,, ইন্নালিল্লাহী ওয়া ইন্নাইলাইহী -রাজীউন। তিনি কিডনি, হার্ট,ও ডায়াবেটিক জনিত জটিল রুগে আক্রান্ত হয়ে অনেকদিন থেকে চিকিৎসাধীন ছিলেন।
মরহুমের জানাজার সালাতের সময় ও স্থান পরবর্তিতে জানানো হবে।