Voice of SYLHET | logo

৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

শরীরে ওষুধ ছিটানো সেই মশক নিধনকর্মী বরখাস্থ

প্রকাশিত : August 05, 2019, 16:15

শরীরে ওষুধ ছিটানো সেই মশক নিধনকর্মী বরখাস্থ

নিজস্ব প্রতিবেদকঃ
হজক্যাম্পে হজযাত্রীদের উপর ফগার দিয়ে ওষুধ ছিটানো মশা নিধনকর্মীকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

গত ৩ অগাস্ট রাজধানীর আশকোনা হজক্যাম্পে মশার ওষুধ ছিটানোর একটি ভিডিও ভাইরাল হয় ফেইসবুকে।

তাতে দেখা যায়, একজন মশক নিধনকর্মী ফগার হাতে দ্রুত ধোঁয়া উড়িয়ে যাচ্ছেন। সেখানে বসে থাকা মানুষের উপরও তা স্প্রে করা হচ্ছে, যা যে কোনো মানুষের জন্যও ক্ষতিকর বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন।

সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের অফিসিয়াল ফেইসবুক পাতায় জানানো হয়, ওষুধ ছিটানো সেই কর্মীকে বরখাস্ত করা হয়েছে।

“গত ৩ আগস্ট আশকোনা হজ্জ ক্যাম্পে সম্মানিত হাজীদের প্রতি দৃষ্টি না রেখে অবিবেচকের মতো মশার ঔষধ ছিটানোর অপরাধে মশক নিধন কর্মী মো.  হুমায়ন কবিরকে বরখাস্ত করা হয়েছে।”

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন জানান, ঘটনাটি মেয়র আতিকুল ইসলামের নজরে আসার পর তিনি এই ব্যবস্থা নিতে বলেন।

“মাননীয় মেয়র মহোদয় বিষয়টি দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। এরপর তাকে বরখাস্ত করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 984 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।