নিজস্ব প্রতিবেদকঃ
নগরীতে প্রশাসনের উচ্ছেদ অভিযান ১৭তম দিনে গড়িয়েছে। সোমবার (৫ আগস্ট) সকাল ১০টা থেকে অভিযান শুরু হয়ে বিকেল ৩টা চলে।
সোমবার নগরীর ক্বিন ব্রিজের পশ্চিম পাশে খোজারখলা এলাকায় অবৈধ দোকানপাট ও বসতঘর উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।
এ সময় ১২টি ছোট-বড় অবৈধ দোকান ও বসতঘর উচ্ছেদ করা হয়। জেলা প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়েছে।