ফয়জুল ইসলাম রেদওয়ানঃ
নিয়ত অনুযায়ী দীর্ঘ প্রস্তুতির পর চোখমুখে আশা নিয়ে বসেছিলেন কবে হজ ফ্লাইটে ডাক পড়বে। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবসহ এলাকার সবার কাছেই দোয়া চেয়েছেন এবার হজে যাবেন। কিন্তু অনেক প্রতীক্ষার পরও ডাক এলো না। পরে জানতে পারলেন তারা এজেন্সির প্রতারণার শিকার। এ কারণে হজ পালন থেকে বঞ্চিত হলেন পঞ্চগড় জেলার ৩৭ জন। দালাল চক্রের খপ্পরে পড়ে হজে যেতে না পারায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। এ অবস্থায় অঝোরে কাঁদছেন তারা। টাকা উদ্ধারসহ প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।