শেখ রিদওয়ান হোসাইন
দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন ফাফ ডু প্লেসিস সাউথ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার হিসেবে ঘোষিত হয়েছেন এবং তারই সাথে ওডিআইয়ের সেরা ক্রিকেটার হিসেবেও তাকে ঘোষণা করা হয়েছে।
এই সম্মাননায় ডু প্লেসিস এগারতম। তার আগে আরোও ১০ জন আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন বিগত সময়ে। সেই দশের তালিকায় রয়েছেন নামকরা সাবেক তারকারা- এবিডি ভিলিয়ার্স, জ্যাক ক্যালিস, শোন পোলক ও ডেল স্টেইনরা।
অন্যদিকে সেরা টেস্ট ব্যাটসম্যান হিসেবে ঘোষিত হয়েছেন কুইন্টন ডি কক। সেরা ডেলিভারির পুরষ্কার পান ভেরন ফিলিন্ডার।