নিউজ ডেস্কঃসিলেট শহরতলীর শাহপরাণ থানাধীন দাস পাড়া এলাকা থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতারকৃত আসামী বাবুল মিয়া (৪৫) জালালাবাদ, থানার জৈনকারকান্দী গ্রামের মৃত তাজুল্লার ছেলে। বর্তমানে দাস পাড়া এলাকায় বসবাস করত।
শনিবার বিকাল ৪টার দিকে দিকে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন র্যাব-৯ সিলেট ক্যাম্পের মেজর মো. শওকাতুল মোনায়েমের নেতৃত্বে এএসপি ওবাইনসহ একটি দল।
আটক আসামীদেরকে এসএমপির জালালাবা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান।