সরকারি খরচে ওলামা-মাশায়েখ ও সরকারি কর্মকর্তাসহ ১২৪ জনের বিশাল বহর নিয়ে হজে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ।
রোববার (৪ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩১২৮ নম্বর ফ্লাইটে সফর সঙ্গীদের নিয়ে সৌদির উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি।
এরই মধ্যে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহসহ হজ গমনকারী প্রতিনিধি দলের সদস্যরা আশকোনা হজ ক্যাম্পে অবস্থান করেছেন। আশকোনা হজ ক্যাম্পে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে তারা বিমানবন্দরে রওনা হবেন বলে জানা গেছে।