নিজস্ব প্রতিবেদকঃ-
সিলেটের ওমমানীনগরে সাজাপ্রাপ্ত আসামীসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টায় তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়,পলাতক আসামীদের গ্রেফতার করতে সিলেটের বিভিন্ন যায়গায় অভিযান চালায় ওসমানীনগর থানা পুলিশ। পরে গোপন সংবাদে ভিত্তিতে নবীগঞ্জ থানার ইনাতগঞ্জ ইউনিয়নের নাদামপুর গ্রাম থেকে সাজাপ্রাপ্ত আসামি শিপা বেগম ও ওসমানীনগর থানার খাদিমপুর গ্রাম থেকে অপর দুই জন আসামিকে গ্রেফতার করা হয়।
এসআই সুজিত চক্রবর্তী নেতৃত্বে অভিযানে অংশ নেন এসআই স্বাধীন চন্দ্র তালুকদার, এসআই বিকাশ চন্দ্র সরকার, এসআই ইয়াসির আরাফাত চৌধুরীসহ সঙ্গীয় ফোর্স।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার এসআই সুজিত চক্রবর্তী