গোলাম কিবরিয়া চৌধুরী:-
বিয়ানীবাজার উপজেলায় করোনায় এক কিশোরীর মৃত্যু হয়েছে। মৃত কিশোরীর নাম বুশরা বেগম (১৭)। সে চারখাই পইলগ্রামের বাসিন্দা।
সে বারহাল কলেজ ইন্টার ১ম বর্ষের ছাত্রী।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তার করোনা নমুনা পরীক্ষারে ফলাফল পজেটিভ আসে। পরে বুধবার সকালে তাকে সিলেট শহীদ শামসউদ্দিন হাসপাতালে প্রেরণ করা হলে দুপুর ১২টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ ঘটে।
এ নিয়ে বিয়ানীবাজার উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ১৭ জনের প্রাণহানি হয়েছে।