গোলাপগঞ্জ ( সিলেট ) থেকে নিজস্ব সংবাদদাতাঃ
গোলাপগঞ্জের আমুড়া ইউনিয়নের মাখড়িবিলের স্লুইচগেইট অসাধুরা পরিকল্পিতভাবে খুলে দিয়ে কৃষকের ফসলের ক্ষতি সাধনের প্রতিবাদে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে কালিজুরী ছত্রিশ মৎস্যজীবি সমবায় সমিতি ও মাখড়িবিলের কৃষকদের যৌথ উদ্যোগে স্লুইচগেইট সংলগ্ন রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কালিজুরী ছত্রিশ মৎস্যজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মুহিব উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনেে উপস্থিত ছিলেন মাখড়িবিলের কৃষক কামাল আহমদ, জামাল আহমদ, উবাই আহমদ, গোলাব আহমদ, ইনাই আহমদ, ছানু মিয়া, জয়নাল আহমদ, আজাদ আহমদ, তৈয়বুর রহমান, নুর উদ্দিন, মুহিব উদ্দিন, আবুল খায়ের, বিলাল আহমদ, সিবিল আহমদ, রুহুল আহমদ, ফয়সল আহমদ, মুহিত আহমদ, মিছবাহ উদ্দি, কটই মিয়া প্রমুখ।
মানববন্ধনেে বক্তারা বলেন, মাখড়িবিলের স্লুইচগেইটের দায়িত্বে থাকা কিছু অসাদু লোক পরিকল্পিত ভাবে কৃষকের ফসলের ক্ষতিসাধন করে আসছে। তারা কৃষকদের সাথে কোন আলাপ আলোচনা ছাড়াই তাদের খেয়াল খুশিমত স্লুইচগেইট খুলছে ও লাগাচ্ছে। এতে তাদের কাছে জিম্মি হয়ে পড়েছেন মাখড়িবিলের কৃষকরা।
বক্তারা এ থেকে পরিত্রাণ পেতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
উল্লেখ্য, মাখড়িবেলের কৃষক ও মাখড়িবেলের ইজারাদার উলজেলা নির্বাহী অফিসার বরাবর দুটি পৃথক অভিযোগও দাখিল করেছিলেন।