নিজস্ব প্রতিবেদকঃ-
ভয়ঙ্কর মাদক ইয়াবার রঙ সাধারণত লাল হয়ে থাকে। তবে মাঝেমধ্যে ব্যতিক্রমও দেখা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে উদ্ধার হয় গোলাপী, সাদা ও হলুদ রঙের ইয়াবা। সিলেট নগরীর দক্ষিণ সুরমার কদমতলি পয়েন্ট সংলগ্ন একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে গোলাপী ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
গোলাম হোসেন রাব্বী (২৫) নামের ওই যুবককে আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় আটক করা হয়। পুলিশের টহল টিম তাকে আটক করে। তিনি মাদারীপুর জেলার ডাসার থানার দক্ষিণ মাইজপাড়ার সোবহান চকিদারের ছেলে। বর্তমানে সোবহানীঘাট এলাকায় হীরা মিয়ার কলোনিতে বসবাস করছিলেন রাব্বী।
পুলিশ জানায়, গোলাম হোসেন রাব্বীর কাছ থেকে গোলাপী রঙের ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। তিনি সিলেট নগরীর বিভিন্ন এলাকায় মাদকসেবীদের নিকট খুচরো হিসেবে ইয়াবা ট্যাবলেট বিক্রি করতেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জ্যোতির্ময় সরকার জানান, আটক রাব্বীর বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হবে