নিজস্ব প্রতিবেদকঃ-
সিলেট নগরীর পাঠানটুলা এলাকা থেকে কোতোয়ালি থানার হত্যা মামলার আসামী তাজুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত তাজুল কোতোয়ালি থানাধীন এলাকার আমিন উল্লাহ ছেলে।
রবিবার (২৩ আগস্ট) কোতোয়ালি থানা পুলিশ তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। এরআগে শনিবার (২২ আগস্ট) রাতে র্যাব-৯ এর সিনিয়র এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায় র্যাব।
র্যাব জানায়, গ্রেফতারকৃত তাজুল ইসলাম হত্যা মামলার পলাতক আসামী। হত্যার অভিযোগে গত ২ আগস্ট কোতোয়ালি থানায় মামলা নং-৫ দায়ের করা হয়।