আমার গ্রামের সোনালি মাঠে নতুন ধানের ঝুম
পাখি গুলো খেলাকরে উড়ে বেড়ায় ধুম
কৃষকের বুক আশায় ভরা সোনালি ফসল দেখে
গোলা ভরেনা দুঃখে থাকে মাথায় হাত পেটে
এত কষ্টের পরেও যারা হয়না উদাসীন
সুধিবে কিভাবে সহজ মনা এমন কৃষকের ঋণ
নিত্যদিনই ঘাম জড়িয়ে করেযে রোজগার
হাশিখুশি শান্তি ভরা সোনালি সংসার
ধনবান নয়তো তারা কমতি নেই মনের
কদর বুঝে অসহায়ের দুঃখ বুঝে বনের
সকাল সন্ধা বেড়ায় ঘুরে সবুজ শ্যামল মাঠে
গূধূলির রৌদ্র পোহায় কল্পনারই ঘাটে
গরম শীত নয়তো তাদের বাধার কোন কারন
বৃষ্টি বাদল চৈত্রের সূর্য্যে করতে পারেনা বারণ
ঊষার রবি পুব আকাশে নিত্যদিনই হাসে
দুঃখী কৃষকের কেউ নেই তবু ছায়া আছে পাশে।