Voice of SYLHET | logo

১৫ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ | ২৯শে জুন, ২০২২ ইং

সিলেট সিটি করপোরেশনকে আটগুণ বড় করা দরকার: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : August 20, 2020, 00:19

সিলেট সিটি করপোরেশনকে আটগুণ বড় করা দরকার: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ-

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, সিলেট সিটি করপোরেশনের আয়তন দিগুণ বাড়িয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে এই সিটিকে আট গুণ বড় হওয়া দরকার ছিল। এটা একটা বিপর্যয় হয়ে গেছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে সিলেট নগরভবনে ‌’আগামীর সিলেট’ প্রকল্প সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সিটি করপোরেশন আরও বড় হলে আয় আরও বাড়বে। এতে উন্নয়নের গতিও তরান্বিত হবে।

তিনি বলেন, আপাপতত সিটিকে দিগুণ করা হয়েছে। তবে আরও অনেক ইউনিয়ন আছে যারা সিটি করপোরেশনের সাথে যুক্ত হতে চায়। তার তাদের দাবি তুলুক। আগামীতে বিষয়টি বিবেচনা করা হবে।
বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ৯ আগস্ট সিলেট সিটি করপোরেশনের পরিধি বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্তের কথা জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে সিলেট জেলা প্রশাসন। এই গণবিজ্ঞপ্তিতে ২৬ দশমিক ৫ বর্গকিলোমিটার আয়তনের এই নগরকে প্রায় ৫৭ বর্গকিলোমিটারে উন্নিত করার সিদ্ধান্তের কথা জানানো হয়। যদিও এরআগে সিটি করপোরেশন থেকে দেওয়া প্রস্তাবনায় নগরের আয়তন বাড়িয়ে ১৬০ দশমিক ৬২ বর্গকিলোমিটার করার প্রস্তাব দেওয়া হয়েছিলো।

বুধবার ‘আগামীর সিলেট’ শীর্ষক সিলেট নগরের উন্নয়ন সম্পর্কিত একটি পরিকল্পনা বেঙ্গল ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রদর্শন করা হয়। বেঙ্গল ফাউন্ডেশনের পক্ষে নুসরাত সুমাইয়া ‘আগামীর সিলেট’ শীর্ষক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।

সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরীসহ সিসিকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করুন

সংবাদটি পড়া হয়েছে 177 বার

যোগাযোগ

অফিসঃ-

উদ্যম-৬, লামাবাজার, সিলেট,

ফোনঃ 01727765557

voiceofsylhet19@gmail.com

সামাজিক যোগাযোগ

সম্পাদক মন্ডলি

ভয়েস অফ সিলেট ডটকম কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।